বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘টেকসই উন্নয়ন অভীষ্ট ও রূপকল্প২০৪১ বাস্তবায়নে মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা (অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা) প্রণয়ন ও পরিবীক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় পরিকল্পনা কমিশনের সেক্টর ডিভিশন, মন্ত্রণালয়/বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এসডিজি বাস্তবায়ন এবং উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সম্যক ধারণা প্রদানের নিমিত্ত ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। যার অংশ হিসেবে  অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় শিল্প ও বানিজ্য খাতের লক্ষ্য ও উদ্দেশ্য, বর্তমান চ্যালেঞ্জসমূহ ও তা উত্তরণে ভবিষ্যত করণীয় বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা ৩০ নভেম্বর, ২০২২ তারিখে এনইসি-২ সম্মেলন কক্ষ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্ত্বর, শের-ই-বাংলা নগর, ঢাকা-এ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায়  সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/পরিকল্পনা কমিশন/আওতাধীন সংস্থা এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন ।

সাধারণ অর্থনীতি বিভাগের দারিদ্র্য বিশ্লেষণ ও পরিবীক্ষণ অনুবিভাগের যুগ্ম প্রধান ও প্রকল্প পরিচালক মহোদয়ের সভাপতিত্বে উক্ত কর্মশালায় জিইডি’র সদস্য (সচিব) মহোদয় ‘প্রধান অতিথি’ হিসেবে  ও  প্রধান (অতিরিক্ত সচিব) মহোদয় ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন।