সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘Support to the Implementation of the Bangladesh Delta Plan (SIBDP) 2100’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ এর বিনিয়োগ পরিকল্পনায় বাস্তবায়নযোগ্য সম্ভাব্য কর্মসূচি/প্রকল্পসমূহ পর্যালোচনার নিমিত্ত বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও তাদের আওতাধীন অধিদপ্তর/সংস্থার ভোলা জেলার স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, সংবাদ মাধ্যম, সুশীল সমাজ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের অংশগ্রহণে ‘Implementation of the Bangladesh Delta Plan 2100: River System and Estuaries’ শীর্ষক হটস্পটভিত্তিক (নদী ও মোহনা অঞ্চল) একটি কর্মশালা গত ০৮/০২/২০২৪ তারিখ, বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মোঃ কাউসার আহাম্মদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র্যাট জনাব আরিফুজ্জামান। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ভোলাসহ আসেপাশের উপকূলীয় জেলাসমূহের নদী ও মোহনা অঞ্চলের সমস্যা ও এ সকল সমস্যা সমাধানে ১৩ টি প্রকল্প প্রস্তাব করা হয়। এসকল প্রকল্প প্রস্তাসমূহ যথাযথ মাল্টি ক্রাইটেরিয়া এনালাইসিস এর মাধ্যমে যাছাই বাছাই শেষে ব-দ্বীপ পরিকল্পনার বিনিয়োগ পরিকল্পনা হালনাগাদকালে অন্তর্ভূক্ত করা হবে।