মাননীয় মন্ত্রী

a%20%283%29

মেজর জেনারেল আব্দুস সালাম, আরসিডিএস, পিএসসি (অব), এমপি 

মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়

 

সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত:

পদাতিক বাহিনীতে কমিশনানপ্রাপ্ত এবং কমান্ড ও ষ্টাফ কার্যে ব্যাপক অভিজ্ঞতাসম্ম্পন্ন মেজর জেনারেল পদমর্যাদার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনি সামরিক চাকুরী জীবনে  ট্রেনিং, ইন্টেলিজেন্স ও লজিষ্টিকস সার্ভিসে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।
নাম : আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম, আরসিডিএস, পিএসসি (অব)
পিতা : মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, বিএ, বিটি, বিএল
মাতা : মরহুম আলহাজ্ব নূরজাহান খানম
জন্ম : ময়মনসিংহ, ২৮।২।১৯৪২
কমিশান প্রাপ্তির তারিখ : ২১।৪।১৯৬৩
মেজর জেনারেল পদে উন্নীত : ১৯৮২
অবসরের তারিখ : ১৯৯২
বেসামরিক শিক্ষা : বিএ  (পাঞ্জাব)
সামরিক : পিএসসি, আরসিডিএস

সামরিক দায়িত্ব ও অভিজ্ঞতা
১। পরিচালক, অস্ত্র, সরঞ্জাম ও পরিসংখ্যান পরিদপ্তর, সেনাসদর
২। ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও ষ্টাফ কলেজের গ্র্যাজুয়েট
৩। পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর, সেনাসদর
৪। কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারী একাডেমী
৬। একাধিক পদাতিক ডিভশানের অধিনায়ক (জিওসি)
৭।মহাপরিচালক সশস্ত্র বাহিনী গোয়েন্দা পরিদপ্তর (DGFI)
৮। মাষ্টার জেনারেল অফ অর্ডন্যান্স
৯। কর্ণেল কমান্ড্যান্ট অফ আরমার্ড কোর
১০। প্রিন্সিপ্যাল  ষ্টাফ অফিসার টু সি-ইন-সি (পরবর্তীতে সুপ্রিম কমান্ড হেডকোয়ার্টারস)
১১। প্রিন্সিপ্যাল  ষ্টাফ অফিসার টু সুপ্রিম কমান্ডার (পরবর্তীতে আর্মড ফোর্সেস ডিভিশান)
১৩। যুক্তরাজ্য রয়েল কলেজ অফ ডিফেন্স সার্ভিসের গ্র্যাজুয়েট

বেসামরিক দায়িত্ব ও অভিজ্ঞতা
১। চেয়ারম্যান চিটাগং হিলট্র্যাক্টস ডেভেলপমেন্ট বোর্ড
২। ভাইস চেয়ারম্যান ইন্টারন্যাশান্যাল সেন্টার ফর ইন্টেগ্রেটেড মাউন্টেইন জেভেলপমেন্ট (ICIMOD)
৩। বাংলাদেশ রাষ্ট্রদূত (Ambassador Extraordinary Plenipotentiary)
৪। ইসলামিক সেন্টার অফ ব্রাজিল এর সভাপতি
৫। ব্রাজিলে নিযুক্ত ওআইসি রাষ্ট্রদূত গ্রুপের সভাপতি
৬। জাতীয় সংসদ সদস্য
৭। চেয়ারম্যান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি
৮। চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি
৯। চেয়ারম্যান যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি
১০। সদস্য পাবলিক অ্যাকাউন্ট সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি

রাজনৈতিক
১। ৩৩ বৎসর চাকুরীর পর ৫৪ বৎসর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর প্রত্যক্ষ নির্দেশে সক্রিয় রাজনীতিতে যোগদান
২। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক উপদেষ্টা
৩। সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ
৪। সদস্য জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ
৫। সভাপতি উপজেলা আওয়ামী লীগ

অন্যান্য অভিজ্ঞতা
১। রেসিডেন্ট প্রতিনিধি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশান (মাল্টি বিলিয়ান ডলার রাষ্ট্রায়াত্ত জ্বালানী কোম্পানী)
২। আজীবন সদস্য ঢাকা ক্লাব
৩। আজীবন সদস্য রাওয়া (রিটায়ার্ড আর্মডফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশান)
৪। আজীবন সদস্য ভাটিয়ারী গল্ফ এ্যান্ড কান্ট্রি ক্লাব

খেলাধুলা 
১। চেয়ারম্যান সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড
২। সদস্য বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশান
৩।প্রেসিডেন্ট বাংলাদেশ শুটিং ফেডারেশান
৪। ভাইস প্রেসিডেন্ট ভাটিয়ারী গল্ফ এ্যান্ড কান্ট্রি ক্লাব
৫। সদস্য কুর্মিটোলা গল্ফ ক্লাব
৬। সদস্য আর্মি গল্ফ ক্লাব
৭। সদস্য রয়েল মিডসারে গল্ফ ক্লাব, যুক্তরাজ্য

বিদেশী সম্মাননা
ফেডারেটিব রিপাবলিক অফ ব্রাজিল সরকার প্রদত্ত, বিদেশীদের জন্য সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “ক্রুজেরো দো সুল” (Order of South) সম্মাননাপ্রাপ্ত

ব্যক্তিগত জীবন
১। বিবাহিত
২। তার দুই কন্যা এবং চার পৌত্র-পৌত্রী
৩। তিনি দুইবার হজ্বব্রত পালন করেছেন।
৩। তার সখ ছিপে মাছ ধরা, গল্ফখেলা ও যন্ত্রসঙ্গীত চর্চা