জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার “বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০” শীর্ষক একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। উক্ত পরিকল্পনা সুষ্ঠুভাগে বাস্তবায়নের নিমিত্ত Embassy of the Kingdom of the Netherlands (EKN) এর আর্থিক সহায়তায় সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) কর্তৃক অক্টোবর ২০১৮ হতে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত মেয়াদে “Support to the Implementation of the Bangladesh Delta Plan 2100 (SIBDP-2100)” শীর্ষক একটি কারিগরি সহায়তা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটি ডিসেম্বর ২০২৪ এ সমাপ্ত হবে। প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম অব্যাহত রাখা এবং ডিসেম্বর ২০২৪ পরবর্তী সময়ে কতিপয় নতুন কার্যক্রম সম্পাদনের নিমিত্ত বর্ণিত প্রকল্পের ‘২য় পর্যায়’ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে একটি ধারণাপত্র (Concept Note) প্রণয়ন করা হয়েছে। উক্ত ধারণাপত্রের বিষয়বস্তু পর্যালোচনার নিমিত্ত বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও তাদের আওতাধীন অধিদপ্তর/সংস্থার কর্মকর্তাগণ নিয়ে গত ১৯/০২/২০২৪ তারিখ মঙ্গলবার সকাল ১০:৩০ ঘটিকায় এনইসি সম্মেলন কক্ষ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, শেরে বাংলানগর, ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ কাউসার আহাম্মদ, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।