সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাপোর্ট টু দি ইমপ্লিমেন্টেশন অব দি বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও তাদের আওতাধীন অধিদপ্তর/সংস্থার ভোলা জেলার স্থানীয় পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সংবাদ মাধ্যম এবং সুশীল সমাজের প্রতিনিধিগণকে “বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০”-এর লক্ষ্য, উদ্দেশ্য, কৌশল/এ্যাপ্রোচ ও এর আওতায় বাস্তবায়িতব্য কর্মসূচি সম্পর্কে সম্যক ধারণা প্রদানের নিমিত্ত ‘Apprising Bangladesh Delta Plan 2100’ বিষয়ক ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গত ১০/০২/২০২৪ তারিখ হতে ১২/০২/২০২৪ তারিখ ভোলা জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্য হতে ভোলাসহ আসেপাশের উপকূলীয় জেলাসমূহের সমস্যা ও এ সকল সমস্যা সমাধানে ২১ টি প্রকল্প প্রস্তাব করা হয়। এসকল প্রকল্প প্রস্তাসমূহ যথাযথ মাল্টি ক্রাইটেরিয়া এনালাইসিস এর মাধ্যমে যাছাই বাছাই শেষে ব-দ্বীপ পরিকল্পনার বিনিয়োগ পরিকল্পনা হালনাগাদকালে অন্তর্ভূক্ত করা হবে।