খুলনা সফরের দ্বিতীয় দিনে ডুমুরিয়া উপজেলায় আগমন ও কয়েকটি গ্রাম পরিদর্শন। জলাবদ্ধতা, লবণাক্ততা এ দুটি জলবায়ু জনিত সমস্যা বেশ কিছু গ্রামের আর্থ-সামাজিক উন্নয়নের বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হয়েছে। এ ছাড়াও এ সকল গ্রামে তরুনদের মধ্যে মাদকাসক্তি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বেকারত্ব, দারিদ্র্য, স্বাস্থ্য সেবার অপ্রতুলতা, শিক্ষা থেকে ঝরে পড়া ইত্যাদি নানা ধরনের সমস্যা গ্রামের মানুষের অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকার বড় কারন। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহজলভ্য করার মাধ্যমে জনগনের জীবন মানের উন্নয়ন করার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব । এ কাজগুলো আরো সমন্বিত ও গতিশীল করার লক্ষ্যে সরকার “এসডিজি গ্রাম” ধারনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। ডুমুরিয়ার একটি গ্রাম এ উদ্যোগের অংশ হতে যাচ্ছে।