০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ খুলনা সফরের প্রথম দিনে “এসডিজি গ্রাম” নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে খুলনা জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সভাপতিত্বে । উক্ত সভায় খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোখতার আহমেদ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন । প্রধান অতিথি হিসেবে ড. মনজুর হোসেন এসডিজি গ্রাম ধারনার বিষয়ে বক্তব্য রাখেন। টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশনের জিইডি যে পরিকল্পনা হাতে নিয়েছে তার প্রাথমিক কাজ হিসেবে জলবায়ু ও দারিদ্র্য বিমোচন কে অগ্রাধিকার দিয়ে গ্রাম নির্বাচন এর জন্য সরকারের বিভিন্ন সংস্থা, এনজিও প্রতিনিধি, উন্নয়ন অংশীদার দের সাথে সমন্বয় করে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে । এ আলোচনায় জিইডির উচ্চ পদস্থ কর্মকর্তাগন, বিশেষজ্ঞ, ইউএনডিপির প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সফরের দ্বিতীয় দিনে উপজেলা এবং গ্রাম পর্যায়ে মতবিনিময় করা হবে। খুলনা জেলা প্রশাসন এবং ইউএনডিপি এ সফরে সহযোগিতা করেছে ।