পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশনে কর্মরত যুগ্মসচিব/যুগ্মপ্রধান এবং তদুর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের অংশগ্রহণে “বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ বিষয়ক দিনব্যাপী একটি অবহিতকরণ কর্মশালা গত ২৫/০৬/২০২৩ তারিখে সকাল ১১.৩০ ঘটিকায় পরিকল্পনা বিভাগের নবনির্মতি ভবন সম্মেলন কক্ষে ( ভবন নং-১৯) অনুষ্ঠিত হয়