“2nd National Action Plan of Ministries/Divisions by Targets for the Implementation of SDGs” শীর্ষক এ কর্মপরিকল্পনা বিষয়ে সংশ্লিষ্ট সকল অংশীজনকে অবহিতকরণ এবং ‘মোড়ক উন্মোচন’-এর লক্ষ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ এর প্রতিনিধিদের নিয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের সম্মানিত সদস্য (সচিব) ড: মো: কাউসার আহাম্মদ মহোদয়। অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান, এমপি মহোদয় এবং ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড: শামসুল আলম মহোদয়। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জনাব মো: আখতার হোসেন মহোদয় এবং পরিকল্পনা বিভাগের সম্মানিত সচিব জনাব সত্যজিত কর্মকার মহোদয় ‘সম্মানিত অতিথি’ হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) কর্তৃক ২০১৮ সালে এসডিজি বিষয়ক ১ম জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এসডিজি বাস্তবায়নে মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক গৃহীত/গৃহীতব্য প্রকল্প/কর্মসূচী/ কার্যক্রমসমূহ অর্ন্তভুক্ত করা হয়, যা ইতোমধ্যে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।